ছোটবেলায় ভূগোলের পাতায় পড়েছিলাম কচ্ছের রাণ সম্পর্কে। কচ্ছ উপসাগরের পার্শ্ববর্তী এই নুনের মরুভূমি খুবই আশ্চর্য এক ভূ-প্রাকৃতিক রূপ। বলা হয়, আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, এই কচ্ছের রাণ কিন্তু তখন এক উত্তাল সমুদ্র, জাহাজে করে পেরোনো যেত। পরবর্তীকালে ভূমিকম্পের দরুণ মাটির নিচে টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে। কিছুটা ভূভাগ উপরে উঠে আসে, কিছুটা নিচে নেমে যায়। […]