সাল ২০১৮। অগস্ট মাস। আরব সাগরের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবল বেগে ধাবিত হচ্ছে হিমালয়ের পাদদেশে। পথে যা কিছু পড়েছে তাই বিধ্বংসের মুখে। ধ্বংস এবং সৃষ্টির এই চক্রাকালীন আবর্তনের ফাঁকে সে বছর কেরালার অসংখ্য নদী বাঁধ ভেসে যায় দুকূল ভাসানো জলের তোড়ে। আমি তখন ঘুরে বেড়াচ্ছি আফ্রিকার বনে জঙ্গলে। কেনিয়া থেকে জাম্বিয়া হয়ে আমার ট্রিপ […]